মালদা

রাজ্য সড়ক যানজটমুক্ত এবং মেরামতের দাবিতে পথ অবরোধ

হক জাফর ইমাম, মালদা: পুরাতন মালদার কোট স্টেশন সংলগ্ন ১৬ নম্বর ওয়ার্ডের রাজ্য সড়ক যানজটমুক্ত এবং রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় ১৬ নম্বর ওয়ার্ড বাসীরা। গ্রামবাসীদের সাফ কথা দাবি নামে মেটা পর্যন্ত পথ অবরোধ চলবে।এদিকে অবরোধের জেরে রাস্তার দুই প্রান্তে অসংখ্য ছোট বড় যানবাহন আটকে পড়ে। এমনকি রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স আটকে পড়ে। অবশেষে মালদা পুলিশের হস্তক্ষেপে পথ অবরোধ তুলে নেন ১৬ নম্বর ওয়ার্ড বাসীরা। ঘটনা সম্পর্কে পুরাতন মালদা পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কমিশনার শিভাঙ্কর ভট্টাচার্য্য জানান গত আগস্ট মাসের ২৮ তারিখে ওয়ার্ডবাসীর পক্ষ থেকে মালদা জেলাশাসক, মালদা জেলা পুলিশ সুপার ও মালদা থানার আইসিকে একটি দাবি পত্র প্রদান করেছি। আমাদের অসুবিধার মূল কারণ বাইপাস বন্ধ হওয়ায়। এলাকা দিয়ে সবসময় ছোট বড় গাড়ি যাওয়ার কারণে রাস্তার অবস্থা প্রচন্ড খারাপ ড্রেনেজ ব্যবস্থা খারাপ হয়ে পড়েছে ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না। আমাদের মূল দাবি বাইপাসের রাস্তা অতি শীঘ্রই চালু করা হোক। এই দিন বিকেল পাঁচটায় প্রশাসনের সঙ্গে বৈঠক আছে আশা করি এলাকার মানুষের সমস্যার সমাধান বেরিয়ে আসবে।