রাজ্যে করোনা সংক্রমণ গত ২৪ ঘণ্টায় বেড়েছে ১৭ জনের। এই নিয়ে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩২। গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ৫ জন। সুস্থ হয়ে এই নিয়ে মোট বাড়ি ফিরেছেন ৪২ জন। নতুন করে আর কারও মৃত্যু হয়নি, মৃতের সংখ্যা সাত। বুধবার বিকেলে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৪১৫৭ জন সরকারি কোয়ারেন্টাইন ব্যবস্থায় রয়েছেন। ৭৭২৯ জনকে এখনও পর্যন্ত ছাড়া হয়েছে। ৫৬ হাজার ৭৮৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। তার মধ্যে এখনও ৩৭ হাজার ৬৯১ জন বাড়িতেই আছেন। বাকিদের ছাড়া হয়েছে। যদিও কেন্দ্র সরকারের স্বাস্থ্য মন্ত্রক অবশ্য আজ বিকেল ৫টা পর্যন্ত যে তথ্য দিয়েছে, তাতে রয়েছে বাংলায় আক্রান্ত ২১৩জন। ওই আপডেট বলছে বাড়ি ফিরেছেন ৩৭ জন, মৃত্যু হয়েছে ৭ জনের।