কলকাতা

রাজ্যে করোনা আক্রান্ত ২৪৫, বাড়েনি মৃত্যুর সংখ্যা, সুস্থ ৭৩

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হলেন আরও ৫৪ জন। সোমবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠকে একথা জানান মুখ্যসচিব রাজীব সিনহা। তিনি বলেন, রাজ্যে আরও ৫৪ জনের শরীরে করোনা ভাইরাস মিলেছে। তবে সুস্থ হয়ে সাত জন বাড়ি ফিরে যাওয়ায় এই মুহূর্তে পশ্চিমবঙ্গে করোনা সক্রিয় ব্যক্তির সংখ্যা ২৪৫। বড়েনি মৃতের সংখ্যা। সুস্থ আরও ৭জন। মোট সুস্থ হল ৭৩। অন্যদিকে মুখ্যসচিব জানান,  রাজ্যে ফুল ও মিষ্টির দোকান দুপুর ১২টা পর্যন্ত খোলা রাখা যাবে।