দেশ

‘রেলের সম্পত্তি নষ্ট করতে দেখলেই গুলি করুন’, প্রশাসনকে নির্দেশ রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গদি-র

রেলের সম্পত্তি দেখলে পুলিসকে সরাসরি গুলি চালানোর নির্দেশ দিলেন রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গদি। মঙ্গলবার সংবাদ সংস্থা এএনআইকে এই বিতর্কিত বয়ান দেন তিনি।রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার পর থেকেই জ্বলছে অসম। পশ্চিমবঙ্গেও বিভিন্ন জায়গায় রেল স্টেশন ও কেবিনে ব্যাপক ভাঙচুর চালিয়েছে বিক্ষোভকারীরা। জ্বলেছে একের পর এক স্টেশন, রেলের কামরা। ক্ষয়ক্ষতির পরিমান ৩০০ কোটি পার করেছে বলে দাবি বিজেপির। এই পরিস্থিতিতে মঙ্গলবার বিকেলে রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গদি বলেন, ‘সময়মতো ট্রেন চালাতে, স্টেশন পরিচ্ছন্ন রাখতে আমার ১৩ লক্ষ কর্মী দিনরাত কাজ করছেন। বিরোধীদের মদতপুষ্ঠ কিছু সমাজবিরোধী দেশের অর্থনীতিকে অস্থির করতে অকারণে সমস্যা তৈরি করছে। আমি জেলা প্রশাসন ও রেল পুলিসকে বলব, কেউ রেল বা অন্য কোনও সরকারি সম্পত্তি ধ্বংস করতে এলে সরাসরি গুলি করুন। কারণ এগুলো করদাতাদের টাকায় তৈরি সম্পত্তি। একটা ট্রেন তৈরি করতে কয়েক বছর সময় লাগে। কেউ তাতে পাথর ছুড়লে বা আগুন লাগানোর চেষ্টা করলে বল্লভভাই পটেলের মতো কড়া ব্যবস্থা নেও উচিত।