রাজ্যে লকডাউনে বিধিভঙ্গের অভিযোগ। আগামী ৩ দিনের মধ্যে রাজ্যে আসছে ২ কেন্দ্রীয় দল। এই দলে থাকবেন বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রকের প্রতিনিধিরা। একটি দল কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর পরিদর্শন করবে, অন্য একটি দল, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি পরিদর্শন করবে। সূত্রের খবর অনুযায়ী, প্রতিটি দলে ৫ জন করে সদস্য থাকবেন। যাঁর নেতৃত্বে দেবেন কেন্দ্রের যুগ্মসচিব পর্যায়ের আধিকারিক। এর আগে নবান্নে মুখ্যসচিব জানিয়েছিলেন স্বাস্থ্য হল স্টেট সাবজেক্ট। রবিবার মুখ্যসচিবের কাছে পাঠানো চিঠিতে এই পর্যবেক্ষক দলের গঠন নিয়েও ব্যাখ্যা করা হয়েছে। পর্যবেক্ষণের পর এই দল পরিস্থিতি বিচার করে রাজ্য সরকারকে প্রয়োজনীয় নির্দেশ দেবে। পাশাপাশি কেন্দ্রীয় সরকাকে বিস্তারিত রিপোর্ট জমা দেবে।