জেলা

শিশু মৃত্যুতে রণক্ষেত্র কান্দি হাসপাতাল

বহরমপুরঃ আবারও চিকিৎসায় গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ৷ কান্দি মহকুমা হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে উঠল কর্তব্যে গাফিলতির অভিযোগ৷ ঘটনার জেরে হাসপাতালে চড়াও হয় রোগীর বাড়ির লোকজন৷ঘটনায় চরম উত্তেজনার তৈরি হয় গোটা হাসপাতাল চত্বরে। মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। খবর পেয়ে কান্দি থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে৷ উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করা হয় আক্রান্ত চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের৷জানা গিয়েছে, রবিবার বিকেলে বাড়ির পাশে খেলার সমর পাশের পুকুরে পড়ে যায় বছর দুয়েকের শিশুপুত্র ঋদ্ধিমান হাজরা। তাকে তড়িঘড়ি কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তৎক্ষণাৎ ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন।মৃতের পরিবারের অভিযোগ, বাড়ি নিয়ে গিয়ে দেখা যায় তখনও বেঁচে রয়েছে ঋদ্ধিমান। ফের তাঁকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা ফের ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই মৃতের পরিবারের লোকজন চিকিৎসকসহ স্বাস্থ্য কর্মীদের হেনস্থা শুরু করে। চড়াও হয় হাসপাতালের কর্তব্যরত স্বাস্থ্য কর্মীদের ওপর। কান্দি থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়।