অবশেষে শীত এসেই গেল। জানা গেছে, বুধবার সকালে এক ধাক্কায় তিন ডিগ্রি নেমেছে তাপমাত্রা। শীতের আমেজ ছেয়ে রয়েছে শহর জুড়ে। সঙ্গে রয়েছে কনকনে হাওয়াও। যাঁদের সকাল সকাল কাজে বেরোতে হয়, তাঁরা ভালই টের পেয়েছেন তাপমাত্রার এই ফারাক। অনেক দিন পরে হু হু শীতে কেঁপে গিয়েছেন রীতিমতো। মঙ্গলবার পর্যন্ত শহর কলকাতার তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সেটাই কমে দাঁড়িয়েছে ১৫.৬ ডিগ্রি। আবহাওয়াবিদরা বলছেন, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কমেছে খানিকটা। ফলে উত্তুরে হাওয়ার গতিপথ খুলে গিয়েছে। এই হাওয়ার কারণেই রাতারাতি, এক ধাক্কায় এতটা নেমেছে তাপমাত্রা। তবে এতটা নামলেও, তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এখনও ১ ডিগ্রি বেশি। তবে এই তাপমাত্রার পতন আচমকা ও বিচ্ছিন্ন নয়, শীত এবার কয়েক দিনের জন্য জাঁকিয়ে বসল বলেই মনে করছে আবহাওয়া দফতর। এ সপ্তাহের শেষে তাপমাত্রা ১৩ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে বলে অনুমান করছে তারা। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, এর প্রভাব থাকবে আগামী ৭২ ঘণ্টা। শুক্রবার থেকে বদল হতে পারে আবহাওয়া। ফের উত্তুরে হাওয়ার গতিপথ আটকে দিতে পারে পশ্চিমী ঝঞ্ঝা। ফলে শুক্রবারের পর থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা।