জেলা

শীতলকুচিতে সিপিএমের মিছিল আটকাল পুলিশ

কোচবিহার: শীতলকুচি এলাকায় রাজনৈতিক হিংসা বন্ধ শান্তি ফিরিয়ে আনার দাবি এবং এনআরসির প্রতিবাদে সিপিএমের মিছিল আটকাল পুলিশ।আজ শীতলকুচি গোসাইরহাট থেকে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মিছিল শুরু করে সিপিএম। মিছিলে উপস্থিত ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী সহ জেলা নেতারা।গোসাইরহাট থেকে মিছিল শুরু হওয়ার কিছুক্ষণ পর খুটামারা ব্রিজের কাছে সিপিএমের মিছিল আটকে দেয় পুলিশ। এরপরে সিপিএম নেতৃত্বের সঙ্গে পুলিশের বচসা বাঁধে, মিছিল এগিয়ে যেতে চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।এর পরেই সেখানেই ধরনায় বসে পড়েন সুজন চক্রবর্তী সহ অন্যান্য সিপিএম নেতারা। সিপিএমের জেলা সম্পাদক অনন্ত রায় বলেন “দীর্ঘদিন থেকে শীতলকুচির বিভিন্ন এলাকায় রাজনৈতিক হিংসা চলছে, কখনো বিজেপি আবার কখনো তৃণমূলের আক্রমণে দিশেহারা সাধারণ মানুষ, এলাকায় শান্তি স্থাপন এবং দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে আজকে আমাদের মিছিল ছিল, কিন্তু পুলিশ তার আটকে দেয়। তবে আমরা ১৫ দিন পুলিশকে সময় দিয়েছি এরমধ্যে এলাকায় শান্তি ফিরিয়ে আনতে অভিযুক্তদের গ্রেফতার না করা হলে ফের মিছিলের কর্মসূচি নেওয়া হবে।”এদিন পুলিশ মিছিলে আটকালে ধস্তাধস্তি শুরু হয়ে যায় সিপিএম কর্মীদের সঙ্গে।