কলকাতা

শুক্রবার থেকে ৩ দিন বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল

কলকাতাঃ  KMDA-র পরামর্শ মেনে চিংড়িঘাটা উড়ালপুল দিয়ে নিষিদ্ধ করা হয় ভারী যান চলাচল । আর এবার ৩ দিনের জন্য বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল । শুক্রবার রাত ৯টা থেকে সোমবার রাত ৮টা পর্যন্ত স্বাস্থ্য পরীক্ষার জন্য এই উড়ালপুল বন্ধ থাকবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ এবং KMDA।  খুব বেশি পুরোনো নয় এই উড়ালপুল । এরই মাঝে চিংড়িঘাটা উড়ালপুলে দেখা দেয় ফাটল । সেই সময় অবশ্য মেরামতির কাজ করা হয়েছিল কিছুটা । KMDA-র বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে রিপোর্ট দেন, উড়ালপুলের অবস্থা ভালো নয় । আর তাই কলকাতা পুলিশের পক্ষ থেকে কিছুদিন আগেই জারি করা হয় একটি বিজ্ঞপ্তি । তাতে বলা হয় ৩০ কিলোমিটারের বেশি গতিতে এই উড়ালপুল দিয়ে যানবাহন চলাচল করতে পারবে না । আসলে বেশি গতিতে যান চলাচল করলে সেতুর কম্পন বেশি হয় । তা থেকে বাড়ে দুর্ঘটনার সম্ভাবনা । সেই সূত্রেই বেঁধে দেওয়া হয় গাড়ির গতিবেগ । পাশাপাশি ভারী যান চলাচলের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ হয় এই সেতুতে ।