কলকাতা

শেওড়াফুলিতে খোঁজ মিলল আরও এক করোনা পজেটিভ ব্যক্তির, রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে ২১

রাজ্যে একই দিনে পরপর ৩জন করোনা ভাইরাসে আক্রান্তের খোঁজ মিলল। এবার শেওড়াফুলির বাসিন্দা। শহরের এক বেসরকারি হাসপাতালে অত্যন্ত ক্রিটিকাল অবস্থায় রয়েছেন তিনি। জানা গেছে, ভেন্টিলেশনে রয়েছেন শেওড়াফুলির ওই ব্যক্তি। তাঁর লালার নমুনা পরীক্ষায় রিপোর্ট পজেটিভ মিলেছে। সূত্রের খবর, কয়েকদিন ধরেই জ্বরে আক্রান্ত শ্বাসকষ্টে আক্রান্ত এই ব্যক্তি। কোন ট্রাভেল হিস্ট্রি মেলেনি শেওড়াফুলির ৫৬ বছরের এই ব্যক্তির। এই নিয়ে রাজ্যে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২১।