কলকাতা

শোভনকে উপেক্ষা করে ‘গান্ধী সংকল্প যাত্রা’র দায়িত্ব সব্যসাচীর ঘাড়ে

কলকাতা: বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাজ্যে গান্ধী সংকল্প যাত্রার কথা ঘোষণা করেন। এদিন যাত্রার সূচি ঘোষণা করতে গিয়ে তিনি জানান, দলীয় সাংসদ, বিধায়করা ছাড়াও এবারের নির্বাচনে যেসব প্রার্থীরা পরাজিত হয়েছেন তাঁরা সেই কেন্দ্রে এই গান্ধী সংকল্পযাত্রার নেতৃত্ব দেবেন।আর যেখানে নেই সেখানে অন্য নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এরকমই একটি কেন্দ্র হল দক্ষিণ কলকাতা। যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তকে।রবিবার রাজ্যে গান্ধী সংকল্প যাত্রার সূচি ঘোষণা করেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন দক্ষিণ কলকাতার দায়িত্ব শোভন চট্টোপাধ্যায়কে না দিয়ে তা দিয়ে দেওয়া হয় সদ্য বিজেপিতে যোগ দেওয়া সব্যসাচী দত্তকে। শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে বিজেপিতে যে এখনও অস্বস্তি কাটেনি তা ফের একবার প্রমাণ হয়ে গেল।অপরদিকে সাংবাদিক সম্মেলনে দিলীপ ঘোষ বলেন, গান্ধী সংকল্প যাত্রায় যাদবপুর এবং ডায়মন্ডহারবারে বিজেপির নেতৃত্ব দেবেন যথাক্রমে স্বপন দাশগুপ্ত এবং রূপা গাঙ্গুলী। তবে সেখানে দক্ষিণ কলকাতার নাম উল্লেখ করেননি তিনি। বিজেপি সূত্রে খবর, দক্ষিণ কলকাতায় বিজেপির গান্ধী সংকল্প যাত্রার দায়িত্বে থাকবেন বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। তবে শোভন চট্টোপাধ্যায়কে দায়িত্ব না দেওয়া নিয়ে বিজেপি সূত্রে দাবি করা হয়েছে, শোভন চট্টোপাধ্যায় এখন কলকাতায় নেই। তিনি ফিরলে তাঁর সাথে কথা বলা হবে। বিজেপির একটি সূত্র জানায়, ১ অক্টোবর নেতাজি ইন্ডোরে অমিত শাহের সভায় শোভন চট্টোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়ে ফোন করেছিলেন দিলীপ ঘোষ। কিন্তু সেখানে দেখা যায়নি শোভনকে। যার রোষের জেরেই গান্ধী সংকল্প যাত্রায় দায়িত্ব দেওয়া হয়নি শোভন চট্টোপাধ্যায়কে।