কলকাতা

সকাল ১০টায় কেন্দ্রীয় দল রাজ্য ঢুকলো, দুপুর ১টায় ফোনে জানালেন অমিত শাহ, ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

কেন্দ্রীয় দল কিসের ভিত্তিতে রাজ্যে আসছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোন যুক্তিতে ওই কেন্দ্রীয় দল রাজ্যে পাঠানো হচ্ছে, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তা জানতেও চেয়েছেন তিনি। চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে আজ বেলা ১ টায় কথা হয়েছিল। তারা জানিয়েছিল রাজ্যের পরিস্থিতি দেখতে কেন্দ্রীয় প্রতিনিধিদল পাঠানো হবে। কিন্তু তারা ইতিমধ্যেই কার্গো ফ্লাইটে এসে উপস্থিত হয়েছেন ১০ টা ১০ মিনিটে। এমনকি কেন্দ্রীয় দল আসার ৩০ মিনিট আগে চিঠি আসে মুখ্যসচিবের কাছে। আগে না জানিয়ে কেন্দ্রীয় দলের প্রবেশ প্রতিষ্ঠিত রীতির পরিপন্থী বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীপ অভিযোগ আগে থেকে রাজ্যকে কিছু না জানিয়ে এভাবে প্রতিনিধি দল পাঠিয়ে একতরফা সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷ পাশাপাশি যে এলাকাগুলিতে প্রতিনিধি দল পাঠানো হচ্ছে, সেগুলি তথ্যের ভিত্তিতে বাছাই না করে কল্পনার ভিত্তিতে করা হয়েছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী৷ উদাহরণ হিসেবে তিনি লিখেছেন, উত্তরবঙ্গের কালিম্পং, দার্জিলিং এবং জলপাইগুড়িতে প্রতিনিধি দল পাঠাচ্ছে কেন্দ্র৷ অথচ গত ২ এপ্রিলের পর কালিম্পংয়ে নতুন করে কোনও করোনা আক্রান্তের খোঁজ মেলেনি৷ ৪ এপ্রিলের পর জলপাইগুড়িতে কোনও নতুন সংক্রমণের খবর পাওয়া যায়নি৷ দার্জিলিংয়েও ১৬ এপ্রিলের পর থেকে নতুন কোনও আক্রান্তের খোঁজ পাওয়া যায়নি৷ ফলে, যে এলাকাগুলিতে সংক্রমণ নিয়ন্ত্রণে এসেছে, সেখানে কেন প্রতিনিধি দল পাঠানো হচ্ছে, সেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী৷ চিঠিতে তিনি কেন্দ্রের পদক্ষেপকে অনভিপ্রেত বলে অভিযোগ করেছেন৷