সিএবি প্রতিবাদে উলুবেড়িয়া স্টেশনে বিক্ষোভের জেরে বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব শাখার ট্রেন চলাচল। শুক্রবার একজন উৎশৃঙ্খল জনতা উলুবেড়িয়া স্টেশনে যাত্রীবাহী ট্রেনে হামলা চালায়। এর জেরে আপ ও ডাউন লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। যার ফলে বাতিল হয় বেশ কয়েকটি লোকাল ট্রেন। অফিস থেকে ফেরার সময় হাওড়া স্টেশনে বিপাকে পড়েন হাজার হাজার নিত্যযাত্রী।