সিএবি-র বিক্ষোভের আঁচ গিয়ে পড়েছে রাজধানী দিল্লি, কর্ণাটক, কেরল, উত্তরপ্রদের মতো রাজ্যগুলিতে। অসমে এখনও পর্যন্ত ২৬ কলাম কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। গোটা রাজ্যে স্কুল-কলেজ আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। কার্যত গোটা রাজ্যেই কারফিউ জারি করা হয়েছে। ডিব্রুগড়ে কারফিউ কিছুটা শিথিল হলেও, রাজ্যের বাকি অংশে তা বলবত্। অসম সরকারের তরফে জরুরি পরিষেবার জন্য হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। জরুরি পরিষেবার আলাদা সেন্টারও খোলা হয়েছে। এদিকে, বিরোধীরাও কোমর বাঁধছে। কংগ্রেসের তরফে রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। তিনদিনের অনশন সত্যাগ্রহের ডাক দিয়েছে অল অসম স্টুডেন্টস ইউনিয়ন।