জেলা

সুষ্ঠভাবে পুজো কাটাতে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা প্রশাসনের

রায়গঞ্জ: দূর্গা পূজার ক’দিন যানজট রুখতে ইসলামপুর মহকুমা জুড়ে জাতীয় সড়কে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ প্রশাসন। ইসলামপুর মহকুমার সদর ইসলামপুর ও ডালখোলা শহরের মধ্যে দিয়ে যাওয়া ৩১ ও ৩৪ নম্বর জাতীয় সড়কে দুপুর থেকে সমস্ত রকম পণ্যবাহী যান চলাচল বন্ধ করার নির্দেশ জারি করেছে পুলিশ প্রশাসন।পরিস্থিতির সামাল দিতে ডালখোলা ও ইসলামপুর শহরের কাছে জাতীয় সড়কের পাশে প্রয়োজনে ভারী পণ্যবাহী গাড়িগুলিকে উপযুক্ত নিরাপত্তা দিয়ে রাখারও ব্যবস্থা করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। ইসলামপুর পুলিশ জেলার অধীনে ডালখোলা শহরের মধ্যে দিয়ে ৩৪ নম্বর ও ইসলামপুর শহরের মধ্যে দিয়ে ৩১ নম্বর জাতীয় সড়ক গিয়েছে।এই দুটি শহরেরই গুরুত্বপুর্ণ অফিস, ব্যাংক, একাধিক স্কুল ও বাজার এই জাতীয় সড়কের দুই পাশ দিয়েই গড়ে উঠেছে। নিত্যযাত্রী ও জাতীয় সড়ক দিয়ে চলাচলকারী গাড়ির জন্য এমনিতেই এই দুই শহরে নিত্যদিন যানজট লেগেই থাকে। দূর্গা পুজোর সময় এর সঙ্গে দর্শনার্থীর ভিড় যুক্ত হলে কার্যত রাস্তা অবরুদ্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।পুজোর ক’দিন এই সমস্যার কথা চিন্তা করে জাতীয় সড়ক দিয়ে ভারি পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ প্রশাসন। ইসলামপুরের পুলিশ সুপার শচীন মক্কর জানিয়েছেন, যানজট নিয়ন্ত্রণের উদ্দ্যেশ্যে অষ্টমীর দিন বিকেল ৪ টে থেকে রাত ১২ টা পর্যন্ত এবং নবমী ও দশমীর দিন সুপুর ২ টো থেকে রাত ১ টা পর্যন্ত ৩১ ও ৩৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে ভারি যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।যাত্রীবাহী গাড়িগুলিকে খুব কম গতিতে ওই দুটি শহর পার করান হবে। গতি নিয়ন্ত্রণের ব্যাপারে শহরের জাতীয় সড়ক জুড়েই ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে। বৃষ্টি না হলে নির্মিয়মান ডালখোলা বাইপাস দিয়েই ছোট গাড়িগুলিকে যাতায়াত করান হবে। ইসলামপুরে সেই সুযোগ না থাকায় জাতীয় সড়ক দিয়েই যাতায়াত করান হবে। ভারি পণ্যবাহী গাড়িগুলিকে ডালখোলা শহরের ও ইসলামপুর শহরে ঢোকার আগেই আটকে দেওয়া হবে। গাড়িগুলিকে রাখার জন্য জাতীয় সড়কের পাশে জায়গা নির্দিষ্ট করা হয়েছে। সেখানে দিবারাত্রি পুলিশ পাহারা রাখা হবে।