সৈকত প্রেমীদের জন্য সুখবর দীঘায় চালু হল দূষণমুক্ত বিদ্যুৎচালিত বাস। আরামদায়ক যাত্রা আর ভাড়াও সাধারনের আয়ত্তের মধ্যে। সমুদ্র উপভোগ করার সাথে সাথে দীঘার পার্শবর্তী এলাকা ঘুরে দেখার এক সুবর্ন সুযোগ অপেক্ষা করছে আপনার জন্য। সোমবার সকালে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার দিঘা ডিপোয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। আজ থেকে ৫টি ই-বাস দিঘা, এগরা, কাঁথিতে চলবে। মন্দারমণি, তাজপুর, শংকরপুর, তালসারি এলাকাতেও চলবে ই-বাস। ন্যূনতম ভাড়া ধার্য করা হয়েছে ১৫ টাকা, যা সাধারণের নাগালের মধ্যেই। ফলে যে কেউ এই ই-বাসের সুবিধা নিতে পারবেন। পরিবেশকে দূষণমুক্ত রাখতে ই-বাস বা বিদ্যুৎচালিত বাস পথে নামানোর পরিকল্পনা নিয়েছিল রাজ্য সরকার। পরিবহণের দপ্তরের তরফে এই কাজে বেশ উদ্যোগ নেওয়া হয়। সেইমতো রাজ্যের জনপ্রিয় পর্যটনস্থলগুলিতে আপাতত ই-বাস চালানোর সিদ্ধান্ত নেয় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। দিঘা, মন্দারমণি, তাজপুর-সহ একাধিক জায়গায় শুরু হয়েছে এই পরিষেবা। ব্যাটারিচালিত, শীতাতপ নিয়ন্ত্রিত বাসগুলি সাধারণত ৩২ আসনের। যেমন মসৃণ গতি, তেমনই দূষণহীন সম্পূর্ণ পরিষেবা। বে এই বাস চলাচলের ক্ষেত্রে প্রয়োজন চার্জিং স্টেশান পরিবহন দপ্তর সূত্রের খবর আপাতত সৈকত শহর দীঘা এলাকায় একটি চার্জিং স্টেশান গড়ে তোলা হয়েছে। রাজ্যের পরিবহন দপ্তরের উদ্যেগেকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। দিঘা যাত্রাপথ আরও আনন্দময় হয়ে উঠল ভ্রমন পিপাসুদের কাছে। এছাড়া এই বাসে আরামদায়ক যাত্রা, তুলনায় ভাড়াও সাধারণের আয়ত্ত্বের মধ্যেই থাকবে। আগামী ১১ ডিসেম্বর ‘বিজনেস কনক্লেভে’র মূল পর্বের অনুষ্ঠান হবে কনভেনশন সেন্টারে। সেখানে হাজির থাকবেন দেশ বিদেশের নানান অতিথি। এই বানিজ্য সন্মেলন ঘিরে সাজো সাজো রব সৈকত শহর জুড়ে। তার জন্য সৈকত শহরের নিরাপত্তা-ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। পাশাপাশি রাজ্যের পরিবহন দপ্তরের উদ্যেগে আজ থেকে সৈকত শহরে চালু হল এই ইলেক্ট্রিক বাস।