পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আজ হিমাচল প্রদেশের মান্ডি জেলার দেবীদার অঞ্চলে। সকাল থেকে পুরু তুষারের চাদরে ঢেকে গিয়েছে রাস্তা, গাছের শাখাপ্রশাখা, বাড়ির চাল। রাস্তায় কয়েক ফুট তুষারের আস্তরণ তৈরি হয়ে যাওয়ায় জীবনযাত্রা ব্যাহত হয়ে গিয়েছে।
জম্মু–কাশ্মীরের রাম্বান জেলার ডিগডোলে বুধবার রাতে বৃষ্টিতে ধস নেমেছিল। তার ফলে গত তিন ধরে বন্ধ হয়ে রয়েছে জম্মু–শ্রীনগর নম্বর জাতীয় সড়ক। শনিবার সকালে কয়েক ঘণ্টার জন্য খুললেও বেলা বাড়তেই ফের বন্ধ হয়ে যায় দেশের সঙ্গে উপত্যকার একমাত্র সংযোগকারী ৩০০ কিলোমিটার লম্বা রাস্তা। জম্মু–কাশ্মীরের আইজি ট্র্যাফিক অলোক কুমার জানালেন, জাতীয় সড়ক বন্ধ থাকায় ডিগডোল-নওগামের মধ্যে বানিহালে আটকে আছে ১৫০০ পণ্যবোঝাই ট্রাক এবং প্রায় ৩৫টি ছোট গাড়ি। মির বাজার, কাজিগুন্ড এবং লোয়ার মুন্ডার কাছে আটকে আছে ৪০০০ ট্রাক। উধমপুর সেক্টরে থমকে আছে ২৯০০ ট্রাক।