দেশ

১১ ডিসেম্বর পর্যন্ত তিহার জেলেই থাকবেন চিদম্বরম

আইএনএক্স মিডিয়া মামলায় আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ল ১১ ডিসেম্বর পর্যন্ত৷ বুধবার ইডি-র দায়ের করা মামলায় দিল্লিতে বিশেষ আদালত এই নির্দেশ দিয়েছে৷ ১৪ দিনের হেফাজত চেয়েছিল ইডি৷ ১১ ডিসেম্বর পর্যন্ত তিহার জেলেই থাকতে হবে চিদম্বরমকে৷ বুধবার সকালে তিহার জেলে গিয়ে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে দেখা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি বঢরা৷ রাহুল ও প্রিয়াঙ্কা দেখা করার পরেই মহারাষ্ট্র নিয়ে ট্যুইট করেন চিদম্বরম৷ তিনি লেখেন, ‘যাঁরা সংসদীয় গণতন্ত্রের বিবর্তন লক্ষ্য করছেন, এই বৈচিত্রময় সমাজে জোট সরকারই সবচেয়ে ভালো, এ বিষয়ে তাঁরা একমত হবেন৷’