কলকাতাঃ ২৪ ঘণ্টার ব্যবধানে ফের রাজ্যে মিলল করোনা আক্রান্ত ব্যক্তির খোঁজ। আজ মাঝরাতে কলকাতার বাইপাস সংলগ্ন শহরের একটি বেসরকারি হাসপাতালে খোঁজ মিলল রাজ্যের ১০ম করোনা আক্রান্তের। নাইসেডে করোনা পরীক্ষায় ওই ব্যক্তির রিপোর্ট পজিটিভ এসেছে। সূত্রের খবর, ৬৬ বছরের ওই করোনা আক্রান্ত নয়াবাদ এলাকার বাসিন্দা। কিন্তু চিন্তার বিষয় হল, ওই ব্যক্তি বা তাঁর পরিজনরা হাসপাতালকে জানানো ডিক্লারেশন ফর্মে কোনও বিদেশ যাত্রার উল্লেখ করেননি। উল্লেখ করা হয়নি করোনা উপদ্রুত কোনও রাজ্যে যাওয়ার কথাও। তাহলে কি রাজ্যের ১০ম কোভিড-১৯ আক্রান্ত কি গোষ্ঠী সংক্রমণের শিকার?