বিনোদন

৭৭ বছরে পা দিলেন অমিতাভ বচ্চন

এবার অমিতাভ বচ্চন তাঁর জন্মদিন পালন করছেন একটু অন্য রকম ভাবে। কোনও আড়ম্বর নয়, এমনকী কেকও কাটবেন না। অমিতাভ জানিয়েছেন, এখনও যে তিনি কাজ করতে পারছেন, শরীর তাঁর সঙ্গ দিচ্ছে, এটাই তাঁর কাছে অনেক। এটাই প্রাপ্তি। নতুন করে আর কিছু উদযাপন করার নেই তাঁর। তবে জন্মদিনের ঠিক আগে, বিহারের বন্যাদুর্গত মানুষের জন্য সে রাজ্যের মুখ্যমন্ত্রা নিতীশ কুমারের ত্রাণ তহবিলে ৫১ লক্ষ টাকা অনুদান দিয়েছেন অমিতাভ বচ্চন। এই বন্যার কারণেও ভারাক্রান্ত রয়েছে তাঁর মন। ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ১৯৪২ সালের ১১ই অক্টোবর উত্তর প্রদেশের এলাহাবাদে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা হরিবংশ রাইবচ্চন এক জন নামকরা হিন্দি কবি ছিলেন। মা তেজী বচ্চন ফয়জলাবাদের এক পাঞ্জাবি পরিবারের সদস্য ছিলেন। মাত্র ২০ বছর বয়সে বলিউডের জগতে আত্মপ্রকাশ করেন অমিতাভ বচ্চন। সুদীর্ঘ কর্মজীবনে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ১২টি ফিল্মফেয়ার পুরস্কার সহ অজস্র সম্মান পেয়েছেন তিনি। অভিনয় ছাড়াও তাঁকে নেপথ্য চলচ্চিত্র প্রযোজক, টেলিভিশন সঞ্চালক হিসেবেও দেখা গেছে বারবার। বঙ্গনিউজের পক্ষ থেকে অমিতাভ-জী কে জানাই শুভকামনা।