জেলা

অতিবৃষ্টিতে ভাঙল দুর্গাপুজোর প্যাণ্ডেল

শিলিগুড়ি: বর্ষার মরসুমে দেখা মেলেনি বৃষ্টির। যা এসেছে শরতে। যা দাপট দেখাতে শুরু করেছে পুজোর মুখে।শনিবার সূচনা হয়েছে দেবীপক্ষের। আর সেদিন থেকেই শুরু হয়েছে বৃষ্টি। রবিবারেও যার বিরাম নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট কম থাকলেও উত্তরবঙ্গে যা প্রবলভাবে বিদ্যমান।এই অবস্থায় ঘটল বড় অঘটন। বৃষ্টির কারণে ভেঙে পড়ল দুর্গাপুজোর প্যাণ্ডেল। ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের শিলিগুড়িতে। রবিবার শিলিগুড়ির একাধিক জায়গায় বৃষ্টির কারণে প্যাণ্ডেল ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। শনিবার রাত থেকেই একনাগাড়ে চলছে বৃষ্টি। রবিবার সকালে যা আরও জোরাল হয়। পুজোর মরসুমে এই মুহূর্তে প্রস্তুতির শেষ লগ্ন এসে উপস্থিত। এমতাবস্থায় ভারি বর্ষণের কারণে মাথায় হাত পুজো উদ্যোক্তাদের।ক্রমাগত বৃষ্টির কারণে ভেঙে পড়েছে দুর্গাপুজোর একাধিক প্যাণ্ডেল। অন্দরসজ্জা দূরের কথা, দাঁড়ানো প্যাণ্ডেল কাত হয়ে পড়ে গিয়েছে। একটি জায়গায় মণ্ডপের মধ্যেই চলছিল প্রতিমা নির্মাণের কাজ। সেখানে প্ল্যাস্টিক দিইয়ে কোনোরকমে ঢেকে রাখা হয়েছে প্রতিমা।খুব স্বাভাবিকভাবেই এই ঘটনার জেরে বেজায় চিন্তায় পড়েছেন উদ্যোক্তারা। তাঁদের মতে, “সামনে পুজো চলে এসেছে। এখনও প্যাণ্ডেল তৈরি হল না। যেটুকু হয়েছিল তাও ভেঙে গেল। খুব চিন্তায় আছি। বৃষ্টির জন্য প্যাণ্ডেল করা হয়ে উঠল না, ভিতরের কাজ তো এখনও অনেক বাকি।”