দেশ

মহারাষ্ট্র ভোটে নিরঙ্কুশ ভাবে জিতেও আচমকা পদত্যাগ মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের

মহারাষ্ট্রে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েও সরকার গড়তে চাপে পড়ছে বিজেপির নেতৃত্বাধীন মহাজুটি জোট। ২৮৮টি আসনে ভোটে লড়ে ২৩০টি আসন পেয়েছে বিজেপি, শিবসেনা এবং এনসিপির জোট। পাশাপাশি লড়াই করে মাত্র ৪৬টি আসন পেয়ে সম্পূর্ণ কোণঠাসা মহাবিকাশ অঘাড়ী জোট। বিজেপির পেয়েছে ১৩২টি আসন, শিবসেনা পেয়েছে ৫৬টি এবং এনসিপি পেয়েছে ৪১টি আসন। কিন্তু এরকম ফলাফলের পরেও সরকার গড়তে হিমশিম খাচ্ছে মহাজুটি। সরকার গঠনের দাবিও জানায়নি মহাজুটি। এরপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে মুখ্যমন্ত্রী পদে কি তাহলে রদবদল হবে? সরকার গড়তে প্রয়োজন ১৪৫টি আসন। এদিকে বিজেপি একাই ১৩২টি আসন। অর্থাৎ শিবসেনা বা এনসিপি কোনও একটি দলের সাহায্য় ছাড়াও সরকার গড়তে পারবে বিজেপি। এর মধ্যেই মঙ্গলবার সকালে রাজ্যপালের কাছে গিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন একনাথ শিন্ডে। বদলে তিনি কার্যনির্বাহী মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাবেন। মঙ্গলবার সকালে একনাথ শিন্ডে, অজিত পাওয়ার এবং দেবেন্দ্র ফড়ণবীস রাজ্যপালের কাছে গিয়েছিলেন। সেখানে একনাথ শিন্ডে নিজের ইস্তফাপত্র জমা দেন।