অভিমুখ বদলাচ্ছে সাইক্লোন ‘বায়ু’। আজ দুপুরেই গুজরাট উপকূলে দ্বারকার কাছাকাছিআছড়ে পড়ার করার ছিল এই ঘূর্ণিঝড়ের। কিন্তু আচমকাই শক্তিক্ষয় করে অভিমুখ বদলেছে এই ঘূর্ণিঝড়। উপকূল থেকে ক্রমশ তা সরে যাচ্ছে সমুদ্রের দিকে, এমনটাই জানিয়েছে দিল্লির হাওয়া অফিস। ফলে ক্রমেই কমছে সরাসরি স্থলভাগে আছড়ে পড়ার আশঙ্কা। তবে স্থলভাগে আছড়ে না পড়লেও মারাত্মক ঝোড়ো হাওয়া বইবে এবং সেই সঙ্গে ভারী বৃষ্টি হবে। সমুদ্রের অবস্থাও প্রতিকূল থাকবে বলে সতর্ক করা হয়েছে হাওয়া অফিসের তরফে। এছাড়া ঘণ্টায় ১৩৫ কিমি থেকে ১৪৫ কিমি বেগে হাওয়া বইতে পারে। ইতিমধ্যেই চূড়ান্ত সর্তকতা জারি করা হয়েছে গুজরাটের উপকূল এলাকায়।