আগামীকাল সল্টলেকের সেন্ট্রাল পার্কে শুরু হচ্ছে ৪৪ তম কলকাতা বইমেলা। সন্ধ্যে সাতটার সময় বইমেলার উদ্বোধন করবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত কুদাসেভ নিকোলাই রিশাতোভিচ। বুধবার থেকে বইমেলার গেট খুলে যাবে বইপ্রেমীদের জন্য। এবারের বইমেলার থিম কান্ট্রি’ রাশিয়া। ২০২১ সালের কলকাতা আন্তর্জাতিক বইমেলা উৎসর্গ করা হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। আগামী বছর কলকাতা বইমেলার থিম কান্ট্রি হবে বাংলাদেশ। কলকাতা বইমেলায় এবার অংশ নিচ্ছে বাংলাদেশের ৪১টি প্রকাশনা সংস্থা বলে জানালেন পাবলিশার্স বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশুশেখর দে উপস্থিত ছিলেন গিল্ডের সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় । এবারের বইমেলায় বাংলাদেশসহ ২০টি দেশ যোগ দিচ্ছে। রাশিয়া, কোস্টারিকা, স্পেন, স্কটল্যান্ড, অস্ট্রেলিয়া, গুয়াতেমালা, আর্জেন্টিনা থেকে আসবেন কবি, সাহিত্যিক ও লেখকেরা। বইমেলায় আয়োজিত সাহিত্য উৎসবে তাঁরা যোগ দেবেন। এসব দেশের পাশাপাশি বইমেলায় যোগ দেবে জাপান, হাঙ্গেরি, ফ্রান্স, ইংল্যান্ড, মেক্সিকো, ভিয়েতনাম ও পেরু।