কলকাতা জেলা

আজ থেকেই ফের নামতে চলেছে তাপমাত্রা, সোমবার থেকে তিনদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

আজ থেকেই ফের তাপমাত্রা নামতে চলেছে। আগামী দু’দিন ভালো শীত অনুভূত হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি তারা জানিয়েছে, আগামী সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তিনদিন বৃষ্টির পরিস্থিতি থাকতে পারে, বলছেন আবহাওয়াবিদরা। চলতি শীত মরশুমে পরপর পশ্চিমী ঝঞ্ঝার কবলে পড়েছে রাজ্য। একদিকে কাশ্মীর সহ উত্তর ভারতে তুষারপাত হওয়ায়, তার জেরে উত্তুরে বাতাস হাজির হয়েছে রাজ্যে। অন্যদিকে তেমনই ঝঞ্ঝার প্রভাবে তা কখনও কখনও থমকেও গিয়েছে। উত্তুরে হাওয়ার পরিবর্তে দক্ষিণবঙ্গে পুবালি বাতাস ঢুকেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে আসা জলীয় বাষ্প বৃষ্টির পরিস্থিতি তৈরি করেছে। তার জেরে চলতি মরশুমে একাধিকবার বৃষ্টির কবলে পড়েছে দক্ষিণবঙ্গ। পশ্চিমী ঝঞ্ঝা যেখানে উত্তর ভারত হয়ে ক্রমশ এগিয়ে এসে যখন উত্তর-পূর্ব ভারতে পৌঁছেছে, তখন উত্তরবঙ্গে, বিশেষত পাহাড়ি জেলাগুলিতে বৃষ্টি হয়েছে ভালোই। দিন দু’য়েক কলকাতা সহ দক্ষিণবঙ্গে মোটামুটি ভালো ঠান্ডা থাকার পর সেই পশ্চিমী ঝঞ্ঝার কবলেই বৃহস্পতিবার পড়ে বাংলা।