মালদা

ইংরেজবাজার পৌরসভার পৌর প্রধান নিহার রঞ্জন ঘোষের উদ্যোগে মহানন্দা নদী সংস্কার

হক জাফর ইমাম, মালদা: মহালয়া উপলক্ষে মহানন্দা নদীর রামকৃষ্ণ মিশনঘাট সংস্কার করল মালদা ইংরেজবাজার পৌরসভার পৌরপ্রধান নিহার রঞ্জন ঘোষ। তারি তদারকিতে এই ঘাট পরিষ্কার করা হয়। শুক্রবার সকাল থেকেই মালদা ইংরেজবাজার পৌরসভার পৌরপ্রধান নিহার রঞ্জন ঘোষের তদারকিতে এই ঘাট পরিষ্কার করা হয়। গত কয়েকদিনের ক্রমাগত বৃষ্টিতে জল বেড়েছে মহানন্দা নদীতে। এই অসুবিধার মধ্যেও ঘাট সংস্কারের কাজ করে চলেছে পৌরকর্মীরা। শনিবার পিতৃপক্ষের অবসর ঘটিয়ে মাতৃ পক্ষের সূচনা হবে। জেলার হাজারো ভক্ত তার পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করবেন মহানন্দা নদীর মালদা শহরের রামকৃষ্ণ মিশন ঘাটে। এই দিন মালদা ইংরেজবাজারের বিধায়ক তথা মালদা ইংরেজবাজার পৌরসভার পৌরপ্রধান জানান আমরা এই দিনটার জন্য এক বছর অপেক্ষা করে থাকি এই দিনে পিতৃপক্ষের অবসর ঘটিয়ে মাতৃ পক্ষের সূচনা হয়। আমাদের হিন্দু শাস্ত্রে বলা হয় যখন পিতৃপক্ষের অবসর ঘটিয়ে মাতৃ পক্ষের সূচনা হয়। তখন যারা যারা তাদের পূর্বপুরুষদের হারিয়েছেন তারা কেউবা গঙ্গায় কেউবা মহানন্দায় যেমন আমাদের মালদা শহরে রামকৃষ্ণ মিশন ঘাট রয়েছে, সেখানে তারা তাদের পূর্ব পুরুষদের জন্য তর্পণ করেন। সেই তর্পনের ক্ষেত্রে সাধারণ মানুষের কোনো অসুবিধা যেন না হয় তার জন্যই মহানন্দা ঘাট পরিষ্কার করা হয়েছে মালদা ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে।