প্রায় এক দশক ধরে ইউনিসেফ-এর সঙ্গে যুক্ত বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে শিশু অধিকার, নারী অধিকার এবং পরিবেশ সম্পর্কিত নানা ধরনের কাজ করে চলেছেন তিনি । শিশুদের অধিকার নিয়ে কাজ করার জন্য ইউনাইটেড নেশনস চিলড্রেনস ফান্ড ( ইউনিসেফ )-এর তরফে বিশেষ সম্মানে ভূষিত হলেন প্রিয়াঙ্কা । পঞ্চদশ বার্ষিক ইউনিসেফ স্নোফ্লেক বল-এ ‘ড্যানি কেই হিউম্যানিটারিয়ান’ সম্মানে সম্মানিত করা হয় তাঁকে । অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন দেশি গার্ল। পাশাপাশি আন্তরিক বার্তায় তিনি লিখেছেন, ‘ইউনিসেফ-এর হয়ে যে সব মানুষ রাতদিন অক্লান্ত পরিশ্রম করেন তাঁদের দেখে আমি বিস্মিত হই। এই সফরে আমাকে সামিল করার জন্যে অসংখ্য ধন্যবাদ। ইউনিসেফ-এর গুডউইল অ্যাম্বাসেডর হয়ে কাজের সুযোগ আমার কাছে অন্যতম বড় প্রাপ্তি।’ মা মধু চোপড়ারও এদিনের অনুষ্ঠানে প্রিয়াঙ্কার সঙ্গে উপস্থিত ছিলেন। প্রিয়াঙ্কার হাতে ওই সম্মান তুলে দেন ফ্যাশন ডিজাইনার ড্যানি ভন ফার্সটেনবার্গ । প্রিয়াঙ্কা বলেন, “অভিনেত্রী হওয়ার পর বিভিন্ন সমাজ সেবা মূলক কাজের সঙ্গে যুক্ত হই । যেগুলিকে আমি গুরুপূর্ণ বলে মনে করতাম সেগুলি নিয়েই কাজ করা শুরু করি । থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের নিয়ে অনেক কাজ করেছি । তখন আমার ম্যানেজার নাতাশা পাল ইউনিসেফ -এর কথা বলেছিল । এরপর ইউনিসেফ -এর ভলান্টিয়ার হিসেবে কাজ করতে শুরু করি । ১৩ বছর ধরে ইউনিসেফ -এর সঙ্গে যুক্ত রয়েছি আমি ।” স্ত্রীর এই সম্মান প্রাপ্তিতে আপ্লুত স্বামী নিক জোনাস। প্রিয়াঙ্কার একটি ছবি পোস্ট করে তাঁকে শুভেচ্ছা জানিয়ে নিক লেখেন, “প্রতিটা দিন তুমি আমাকে অনুপ্রেরণা দাও । অনেক শুভেচ্ছা ।”