বিদেশ

ইরানের ক্ষেপণাস্ত্রেই ধ্বংস বিমান, চাপের মুখে দায়স্বীকার

ক্ষেপণাস্ত্র ছুড়ে ইউক্রেনের বিমান ধ্বংস করেছে ইরানই। আন্তর্জাতিক চাপের মুখে অবশেষে মেনে নিল ইরান প্রশাসন। শনিবার বিবৃতি দিয়ে দায়স্বীকার করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। যদিও বিষয়টি অনিচ্ছাকৃত ভাবেই হয়েছে বলে সাফাই তেহরানের। কয়েকদিন ধরেই আন্তর্জাতিক মহলের চাপ বাড়ছিল। একে একে মুখ খুলছিলেন কানাডা, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা। চাপের মুখে অবশেষে স্বীকারোক্তি ইরানের। ৮ই জানুয়ারি ইউক্রেনের যাত্রিবাহী বিমান PS752 ক্ষেপণাস্ত্র ছুড়ে বিমান ধ্বংস করেছে ইরানই। ক্ষেপণাস্ত্র হামলায় তেহরানের আকাশে ভেঙে পড়ে বিমানটি। মৃত্যু হয় বিমানে থাকা ১৭৬ জনের।