বিনোদন

উত্তম কুমার ও ধর্মেন্দ্র-র চরিত্রে রাজকুমার রাও

কিংবদন্তী পরিচালক ঋষিকেশ মুখোপাধ্যায়ের কাল্ট ক্লাসিক কমেডির মধ্যে অন্যতম ধর্মেন্দ্র-শর্মিলা ঠাকুর, অমিতাভ ও জয়া বচ্চন অভিনীত ছবি চুপকে চুপকে। বাংলায় উত্তম কুমার ও মাধবী মুখোপাধ্যায় অভিনীত ছদ্মবেশী ছবিরই হিন্দি রিমেক ছিল চুপকে চুপকে। নির্মল আনন্দ পেতে এখনও এই ছবির জুড়ি নেই। মনীষ গোস্বামী তাঁর প্রোডাকশন হাউসের নামে চুপকে চুপকে ছবির নাম রেজিস্টার করেছিলেন। কিন্তু ভূষণ কুমারের সংস্থা তাঁর কাছে অনুরোধ করলে এক কথায় সত্ত্ব ছেড়ে দেন। প্রযোজক ভূষণ কুমার এবং লভ রঞ্জন আসল ছবির নামের সত্ত্ব কিনে নিয়েছেন। জানা গিয়েছে মনীষের কাছে তৈরি চিত্রনাট্য না থাকায় এই সিদ্ধান্ত নিয়েছেন। ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রোডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়াকে উদ্দেশ্য করে একটি নো অবজেকশন সার্টিফিকেটও দিয়েছে। তিনি জানিয়েছেন, সহকর্মীদের প্রয়োজনে সব সময়ে সাহায্যের জন্যে এগিয়ে আসা উচিত বলেই মনে করেন। আপাতত চলছে চিত্রনাট্যে শেষ মুহূর্তের অদল বদল। সত্ত্ব কিনে নেওয়ায় ছবির নামেও কোনও পরিবর্তন করার প্রয়োজন পড়ছে না। এই ছবিতেই মূল চরিত্রে রাজকুমার রাও থাকবেন বলেই জানা যাচ্ছে।