এবার প্রশান্ত কিশোরের টার্গেট করেছে শিলিগুড়ি পুরসভাকে। শিলিগুড়ি পুরসভায় বিস্তার লাভে নজর দিয়েছেন খোদ প্রশান্ত কিশোরের। প্রশান্ত কিশোরের টোটকা অনুযায়ী কাজ করছেন দার্জিলিং জেলা তৃণমূলের সভাপতি তথা পর্যটনমন্ত্রী গৌতম দেব। তাঁকে ‘দিদিকে বলো’ কর্মসূচিতে জোর দেওয়ার পাশাপাশি শিলিগুড়ি পুরসভার ওয়ার্ড ভিজিট করতে বলা হয়েছে। এই কর্মসূচিতে বলা হয়েছে, দলের পাঁচজন কর্মীর বাড়িতে ঘরোয়া সভা করতে হবে। একজনের বাড়িতে রাতে থাকতে হবে। স্থানীয় বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে অভাব-অভিযোগ, সমস্যার কথা শুনতে হবে, সমাধান করে দিতে হবে সেইসব সমস্যার। মানুষের পাশে থাকার বার্তা পৌঁছে দিতে হবে বাড়িতে বাড়িতে। শিলিগুড়ি পুরসভায় ৩৫ ও ৪০ নম্বর ওয়ার্ডকে বেছে নেওয়া জনসংযোগ কর্মসূচির জন্য। ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা ক্ষেত্রের অন্তর্গত এই দুটি ওয়ার্ডে বিশেষ জনসংযোগ কর্মসূচি নিয়ে গৌতম দেব বলেন, আমরা বছরভর কর্মসূচিতে থাকি, মানুষের পাশে থাকি। এবার সেই প্রক্রিয়াকেই আরও পরিমার্জিত করে পালন করছি আমরা। তার ফল মিলবেই।
ফাইল চিত্র।