কলকাতা

এবার থেকে ফোর্ট উইলিয়াম ঘুরে দেখার সুযোগ পাবে আমজনতা

গত বছর বিজয় দিবসের দিন ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় সদর দপ্তরের কর্তারা সিদ্ধান্ত নিয়েছিলেন, বিজয় স্মারক সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। সেইমতো খুলেও দেওয়া হয়। এবার সেই পথে হেঁটে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ভারতীয় সেনা। বুধবার ভারতীয় সেনা দিবস উপলক্ষে তারা সিদ্ধান্ত নিল, সদর দপ্তর ফোর্ট উইলিয়ামের ভিতরের সিংহভাগ অংশ খুলে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য। ফোর্ট উইলিয়ামের ভিতরের চারপাশ এবং সেখানে ইতিহাস বিজড়িত যে জিনিসপত্র এবং ব্রিটিশদের ব্যবহৃত গোলা-বারুদ রাখা রয়েছে, সেগুলি সবই দেখতে পাবেন সাধারণ মানুষ। বুধবার ফোর্ট উইলিয়ামে পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান বলেন, আগামী ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে। সাধারণ মানুষ যাতে সেনাবাহিনী সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারে, সেই বিষয়কে মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সেনাকর্তাদের কথায়, নিরাপত্তার সঙ্গে যুক্ত স্পর্শকাতর এলাকাগুলিকে এই জায়গা থেকে বাদ দেওয়া হয়েছে। এই যাত্রাকে বলা হচ্ছে ‘ইতিহাস সম্পর্কিত যাত্রা’। ফোর্ট উইলিয়াম সূত্রে জানা গিয়েছে, পলাশির যুদ্ধের পর ১৭৫৮ সালে লর্ড ক্লাইভ ফোর্ট উইলিয়াম তৈরি করেন। প্রায় ৭০.৯ হেক্টর জমিতে বাহিনীর এই সদর দপ্তর তৈরি হয়। হুগলি নদীর পাশে ফোর্ট উইলিয়ামের ভিতরে দুর্গও তৈরি করা হয়। এই ইতিহাস সম্পর্কিত যাত্রায় সাধারণ মানুষকে সব দেখানো হবে বলে জানিয়েছেন সেনাকর্তারা।