দেশ

ওয়াইসির সভায় ‘‌পাকিস্তান জিন্দাবাদ’‌ স্লোগান যুবতীর

প্রথম দিন থেকেই এনআরসি, সিএএ, এনপিআর বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান মুখ তিনি। যার ফলে কেন্দ্র তাঁকে দেশদ্রোহীর তকমা দেওয়ার চেষ্টা করলেও প্রকাশ্য জনসভায় এবার অন্যরূপে দেখা এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসিকে। তাঁর বক্তব্যের আগে জনসভার মঞ্চে উঠে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার জন্য এক যুবতীকে পুলিশের হাতে তুলে দিলেন তিনি। পরিষ্কার জানিয়ে দিলেন, ‘আমরা ভারতবাসী। শত্রু দেশ পাকিস্তানকে সমর্থন করার কোনও প্রশ্নই নেই।’‌ বৃহস্পতিবার বেঙ্গালুরুতে ‘সংবিধান বাঁচাও’‌ নামে একটি জনসভার আয়োজন করা হয়েছিল। মূলত সিএএ, এনআরসি ও এনপিআর বিরোধী আন্দোলন আরও জোরদার করার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন উদ্যোক্তারা। বক্তব্য রাখার জন্য ডাকা হয়েছিল হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসিকে। তিনি যখন মঞ্চে বক্তব্য রাখতে যাবেন, ঠিক তখন মঞ্চে উঠে আসে অমূল্যা নামে এক যুবতী। তারপর মঞ্চে থাকা মাইক্রোফোন নিয়ে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিতে থাকে। দর্শকাসনে বসে থাকা মানুষকে তার সঙ্গে গলা মেলানোরও আহ্বান জানায়। প্রথমে হকচকিয়ে গেলেও পরে বিষয়টির গুরুত্ব বুঝতে পেরে দৌড়ে আসেন ওয়াইসি। যুবতীর হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। ওয়াইসিকে সহযোগিতা করতে এগিয়ে আসেন মঞ্চে থাকা বাকিরাও। মাইক্রোফোনটি কেড়ে নেওয়ার পাশাপাশি সবাই মিলে যুবতীটিকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু কোনও কথা না শুনে বারবার ‘‌পাকিস্তান জিন্দাবাদ’‌ স্লোগান দিতে থাকে মেয়েটি। তাকে উদ্যোক্তারা এখানে ডেকে নিয়ে এসেছেন বলে জানায় অমূল্যা। ওয়াইসি ওই যুবতীকে বলেন, ‘‌আপনি কী বলছেন তা জানেন?‌ হিন্দুস্তান জিন্দাবাদ আর পাকিস্তান জিন্দাবাদ এর তফাত বোঝেন?‌’‌ কোনওভাবেই তাকে শান্ত না করতে পেরে মঞ্চের নিচে থাকা পুলিশ কর্মীদের ডেকে ওই যুবতীকে গ্রেপ্তার করার আবেদন জানান ওয়াইসি। সঙ্গে সঙ্গে বছর পঁচিশের যুবতীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার সময় আমূল্যাকে আবার বলতে শোনা যায়, ‘‌হিন্দুস্তান জিন্দাবাদ। পাকিস্তান জিন্দাবাদ।’‌। তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করা হয়েছে। ১৪ দিনের জেল হেফাজত হয়েছে অমূল্যার।