কলকাতা

কচুয়াধামে নিহত এবং আহতদের পরিবারের পাশে রাজ্য সরকার, আর্থিক সাহায্য ঘোষণা

জন্মাষ্টমীতে ভিড়ের চাপে কচুয়াধামে পদপিষ্ট হয়ে নিহত এবং আহতদের পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। প্রত্যেকের পরিবার পিছু আর্থিক সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল ১১টা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ন্যাশনাল মেডিক্যাল কলেজ এবং সেখান থেকে এসএসকেএম হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন। চিকিত্‍সকদের সঙ্গেও তিনি কথা বলেছেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, ”খুব বেশি ভিড় এবং সঙ্গে প্রাকৃতিক দুর্যোগের জন্য এই ঘটনা ঘটেছে। পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। খুবই দুঃখজনক ঘটনা। মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, গুরুতর আহতদের পরিবারকে ১ লক্ষ টাকা এবং কম আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা দেওয়া হবে।”  জন্মাষ্টমী উপলক্ষে প্রতি বছর বহু মানুষ ভিড় জমান উত্তর ২৪ পরগনার বসিরহাটের কচুয়া ধামে। এবছরও ব্যতিক্রম নয়। একে মুষলধারে বৃষ্টি, তার উপর অত্যধিক ভিড়ের জেরে মন্দির সংলগ্ন একটি পাঁচিল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সরু রাস্তায় বিপদের হাত থেকে বাঁচতে হুড়োহুড়ি পড়ে যায়। তাতেই পদপিষ্ট হয়ে যান অনেকেই। তড়িঘড়ি শুরু হয় উদ্ধারকাজ। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বসিরহাট মহকুমা হাসপাতালে। খাদ্যমন্ত্রী তথা উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিককে কচুয়াধামের পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যান্য মন্দিরগুলির মতো কচুয়াধামে পুণ্যার্থীদের প্রবেশপথ সংস্কারের দিকে রাজ্য সরকার নজর দেবে বলেও আশ্বাস দেন তিনি।