কলকাতাঃ আজ শুভ দোল পূর্ণিমা। রঙের নেশায় রঙিন হওয়ার উত্সব। নিজের রঙে প্রিয়জনকে রাঙিয়ে নেওয়ার উত্সব। করোনা আতঙ্ককে দূরে সরিয়ে সকাল থেকেই উত্সবের মেজাজে মাতল রাজ্যবাসী। সকালে বিভিন্ন মন্দির এবং বাড়িতে বিধিপূর্বক দোলপূর্ণিমার পুজো সম্পন্ন হয়েছে। তারপর বিভিন্ন প্রান্তে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়ে গিয়েছে রং খেলা। লাল, হলুদ, সবুজ, গোলাপি, রংবেরঙের আবির আর জলরঙে পরস্পরকে রাঙিয়ে দিতে মত্ত রাজ্যবাসী। বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম আর ছোটদের কপালে আবিরের টিপ পরিয়ে আশির্বাদের মধ্যে দিয়ে এযুগের বাঙালি আজও বঙ্গদোলের প্রাচীন রীতি মেনে চলেছে। তার সঙ্গেই চলছে মিষ্টিমুখ। দোলের মিষ্টি মানেই বাঙালির কাছে আজও মঠ, ফুটকড়াই, গজা, খাজা, লবঙ্গলতিকা, বালুশাহির মতো মিষ্টি। কিশোর-কিশোরী আর তরুণতরুণীরা মেতেছে বন্ধুদের সঙ্গে রং খেলায়। কেউ আবার মনের মানুষকে রাঙিয়ে দিচ্ছেন। রবীন্দ্রসঙ্গীত, নাচ, বাজনায় আজ খুশিতে মাতল বঙ্গবাসী। আবিরে মাতোয়ারা কলকাতা, হাওড়া, মায়াপুর, নবদ্বীপ। কিন্তু কোরোনা-আতঙ্কের জেরে এবার দল উৎসব থেকে বিরত থাকার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়েও বাতিল হয়েছে বসন্ত উৎসব ৷ যার জেরে এবার শান্তিনিকেতনে বাতিল বসন্তোত্সব।