কলকাতা খেলা

‘কলকাতা আজ গোলাপি’, অভিনব টুইট কলকাতা পুলিশের

কলকাতায় অনুষ্ঠিত হতে চলা ভারতের প্রথম দিন-রাত্রি টেস্ট নিয়ে এমনই টুইট করল কলকাতা পুলিশ। আজ ইডেনে তৈরি হতে চলেছে ইতিহাস। ভারতের মাটিতে প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচ ঘিরে মানুষের মধ্যে উত্তেজনা উঠেছে চরমে। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন শুধু একটাই চর্চা। ‘পিঙ্ক বল টেস্ট’। আর সেই উন্মাদনা দেখা গেল কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়া সাইটগুলিতেও। দিন-রাতের টেস্ট নিয়ে একটি ছোট্ট অ্যানিমেশন ভিডিও টুইট করা হয় কলকাতা পুলিশের তরফে। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি বোলার গোলাপি বলে বল করছে। সেই বলটি ভিক্টোরিয়া মেমোরিয়া, হাওড়া ব্রিজ হয়ে গিয়ে পড়ছে ইডেন গার্ডেন্সে। এমনিতেই আক্ষরিক অর্থেই এই টেস্ট ম্যাচের উন্মাদনায় কলকাতা হয়ে উঠেছে পিঙ্ক সিটি। ম্যাচের ৪৮ ঘন্টা আগে থেকেই কলকাতার সর্বোচ্চ বহুতল ৪২ থেকে লেকটাউনের কলকাতা বিগ বেন গোলাপি আলোয় সেজেছে। অন্যদিকে পার্ক স্ট্রিটের টাটা সেন্টারে থ্রিডি ম্যাপিংয়ে প্রাক্তন বোর্ড ও সিএবি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া ও বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের ছবি ফুটে উঠছে। এদিকে ইডেনের টেস্ট ম্যাচ ঘিরে রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ে তত্‍পর হয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। আজকে টেস্ট ম্যাচে যোগ দিতে ভারতীয় ক্রীড়া জগতের নক্ষত্ররা। তা ছাড়া আজকের খেলা দেখতে ঢাকা থেকে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাকছে ৬৭ হাজা দর্শক। এই ভিড় সামলাতে পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছে কলকাতা পুলিশ। ম্যাচের জন্য ময়দান এলাকাতে গাড়ি চলাচলের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকতে পারে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। তা ছাড়া ভিআইপি ও ভিভিআইপিদের যাতায়াতের জন্য এয়ারপোর্ট থেকে ইডেন যাওয়ার রাস্তাতেও গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ইম বাইপাস, মা ফ্লাইওভার, এজেসি বোস ফ্লাইওভার ও বেলভেদরে রোডে ট্রাফিকের চাপ থাকবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।