দেশ

কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করল যোগী সরকার

লখনউঃ কলেজে শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষকরাও তাদের প্রাতিষ্ঠানিক ঘণ্টার পরও অনেক মূল্যবান সময় নষ্ট করেন মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে। তাতেই নষ্ট হয় প্রকৃত শিক্ষার পরিবেশ। সেই কারণে শিক্ষাঙ্গনে নির্ভেজাল শিক্ষার পরিবেশ গড়ে তুলতে কলেজ ও বিশ্ব বিদ্যালয়ে মোবাইল ফোন নিষিদ্ধ করল উত্তর প্রদেশের যোগী সরকার।এই নিষেধাজ্ঞা জারির পর শিক্ষার্থীরা কলেজ বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোবাইল ফোন নিয়ে প্রবেশ বা ব্যবহার করতে পারবে না। এমনকি এই নিষেধাজ্ঞা শিক্ষকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।রাজ্যের সবগুলো কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষার জন্য উন্নত পরিবেশ সৃষ্টির জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে সরকারি উত্তর প্রদেশের উচ্চ শিক্ষা দফতরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।উত্তর প্রদেশ সরকার জানিয়েছে, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারি কর্মকর্তাদের বৈঠক ও মন্ত্রিসভার বৈঠকে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছেন। গুরুত্বপূর্ণ বৈঠকে কয়েকজন মন্ত্রী হোয়াটসঅ্যাপে বার্তা পড়াতে ব্যস্ত থাকার পর এই ব্যবস্থা নেওয়া হয়।