ভোরের হাওড়া ব্রিজে প্রতিদিনের মতো আজও ছিল চরম ব্যস্ততা। তবে অন্যদিনের থেকে আজ হাওড়া ব্রিজ দেখলো একটু অন্যরকম দৃশ্য। ঢিলে ঢালা টি শার্ট পরা, মাথায় টুপিওয়ালা বিরাট লম্বা দাড়ি-র এক ব্যক্তিকে ব্রিজের ওপর দৌড়তে দেখা গেল। প্রথমে এই ব্যক্তিকে কেউ চিনতে পারেনি। তবে পরে অবশ্য বোঝা গেল এই ব্যাক্তি আর কেউ নন স্বয়ং আমির খান। কানাঘুষো শোনা যাচ্ছিল, ৮ ডিসেম্বর থেকে কলকাতায় ‘লাল সিং চাড্ডা’ ছবির শুটিং করবেন আমির খান। সেই মতোই গতকাল সন্ধ্যায় শহর তিলোত্তমায় পা রাখেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। কালো ট্র্যাক প্যান্ট, কালো টিশার্ট, চোখে চশমা, নীল টুপি এবং ‘লাল সিং চাড্ডা’র লম্বা দাঁড়ি, শনিবার সন্ধেবেলা কলকাতা বিমানবন্দরে এমন একজনকে দেখেই থমকে গিয়েছিল কর্মব্যস্ত বিমানবন্দর। সদ্য জয়সেলমেরে ‘লাল সিং চাড্ডা’ ছবির একটি অংশের শুটিং শেষ করেছেন আমির খান। আর তারপরই মুম্বই হয়ে সোজা কলকাতায় এসছেন তিনি। সূত্রের খবর, এই ছবিরই রেইকি করতে কিছুদিন আগে আর একবার কলকাতায় এসেছিলেন আমির খানের প্রোডাকশনের মানুষজন। আজ কাকভোর থেকেই হাওড়া ব্রিজে শ্যুট শুরু করেন আমির। হাওড়া ব্রিজের কিছুটা অংশ জুড়ে হল শ্যুটিং। সেখানে গাড়ির পিছনে দৌড়োলেন লাল সিং চাড্ডা। হলিউডের বহুল আলোচিত এবং একাধিক পুরস্কার প্রাপ্ত ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক তৈরি করছেন আমির খান।১৯৮৬ ‘সালে ফরেস্ট গাম্প’ উপন্যাসটি লিখেছেন মার্কিন লেখক উইনস্টোন গ্রুম। পরে ১৯৯৪ সালে সেটি নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেন পরিচালক রবার্ট জেনাকিস। মুক্তির পর থেকে টম হ্যাঙ্কস অভিনীত এ ছবি সেরা ছবি, সেরা পরিচালনা এবং সেরা অভিনয়-সহ আরও তিনটি বিভাগে মোট ছয়টি অস্কার জিতে নিয়েছে। আমির খানের প্রযোজনায় এই ছবিটি পরিচালনা করেছেন আদ্বৈত চন্দন। চিত্রনাট্য লিখেছেন অতুল কুলকার্নি। ছবির প্রেজেন্টেশনের দায়িত্বে রয়েছে Viacom 18 Studios। এই ছবির জন্য বেছে নেওয়া হয়েছে ১০০টি রিয়্যাল লোকেশন। পঞ্জাব, রাজস্থানের মতোই কলকাতাও রয়েছে সেই তালিকায়। হলিউড ক্লাসিকের রিমেক হলেও আদ্যোপান্ত ভারতের প্রেক্ষাপটে লেখা হয়েছে এই ছবির কাহিনি। লাল সিংহ চড্ডা র চোখ দিয়ে উঠে আসবে ক্রমশ পাল্টে যাওয়া ভারতবর্ষের ছবি। ’৯২-এর বাবরি মসজিদ ধ্বংসের কাহিনির পাশাপাশি গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদির উত্থানের গল্প। নয়ের দশক থেকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তিত রূপের আদলেই সাজানো হয়েছে ছবির চিত্রনাট্য। আমিরের বিপরীতে এই ছবিতে থাকছেন করিনা কাপুর। আগামী বছরের বড়দিনে মুক্তি পাওয়ার কথা লাল সিং চাড্ডা-র।