বিদেশ

কাশ্মীর ভারতের রাজ্য, রাষ্ট্রসংঘে স্বীকার পাক বিদেশমন্ত্রীর

জেনেভাঃ কাশ্মীর ভারতের রাজ্য৷ রাষ্ট্রসংঘে দাঁড়িয়ে একথা স্বীকার করে নিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি৷ মঙ্গলবার জেনেভায় রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন শাহ।ইউএনএইচআরসিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কুরেশি জানান, ভারত সবসময়ই চেষ্টা করছে কাশ্মীরের একটা শান্তিপূর্ণ ছবি তুলে ধরতে৷ কিন্তু সেটা সত্যি নয়৷ কাশ্মীরের জনজীবন স্বাভাবিক হয়নি৷ ভারতের রাজ্য জম্মু-কাশ্মীরে কেন আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে অনুমতি দেওয়া হচ্ছে না? প্রশ্ন তোলেন কুরেশি৷এই বক্তব্য রাখতে গিয়েই কাশ্মীরকে ভারতের রাজ্য বলে স্বীকার করে নেন পাক বিদেশমন্ত্রী৷ উল্লেখ্য, কাশ্মীর নিয়ে সিদ্ধান্তের বিরোধিতা করতে চিন ও পাকিস্তান যৌথ ভাবে রাষ্ট্রসংঘের দ্বারস্থ হয়৷ কেননা কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার পর রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ চাইছে পাকিস্তান৷ এই প্রসঙ্গেই বলতে গিয়ে পাকিস্তানের বিদেশমন্ত্রী জানান, নিরাপত্তা পরিষদের অবশ্যই হস্তক্ষেপ করা উচিত৷ কাশ্মীরে পেলেট গান ব্যবহার করা, সাধারণ মানুষের নিরাপত্তার অভাব, সুরক্ষার নামে ভারতীয় সেনার অত্যাচার ক্রমশ বাড়ছে৷ এই বিষয়ে আলোচনা প্রয়োজন আন্তর্জাতিক মহলে৷ যার তদারকি করবে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ৷ ভারত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন করছে বলেও অভিযোগ করেন পাক বিদেশমন্ত্রী৷