জেলা

কেরল বেড়াতে গিয়ে মৃত্যু রাজ্যের তিন বাসিন্দার, আশঙ্কাজনক দুই

বনগাঁ: দল বেঁধে কেরল বেড়াতে গিয়েছিল পাঁচ বোন৷ কিন্তু ঘুরতে যাওয়ার আনন্দ অচিরেই বদলে গেল বিষাদ ও কান্নায়৷ মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন বোনের৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি আরও দুই বোন৷জানা গিয়েছে, গত ১৫ অক্টোবর শালিমার স্টেশন থেকে পাঁচ বোন ট্রেন ধরে তিরুঅনন্তপুরম নামেন৷ সকলেই উত্তর ২৪ পরগণার বনগাঁর বাসিন্দা৷ এরপর শুক্রবার রাতে বনগাঁর ট্যাংরা গ্রামে বড় বোন শোভা বিশ্বাসের বাড়িতে মৃত্যুর খবর এসে পৌঁছয়৷ তারপর থেকেই এলাকায় শোকের ছায়া নেমে আসে৷শোভা বিশ্বাসের পরিবার জানান, শুক্রবার দুপুরে ফোনে শোভার সঙ্গে কথা হয় তাঁদের৷ তারপর সন্ধ্যে নাগাদ মৃত্যুর খবর পান তাঁরা৷ জানা গিয়েছে, ওই দিন দুপুরে কেরলের আলপুঝা ভাণ্ডাদনাম জেলার ৪৭ নম্বর হাইওয়ের উপরে এলএলপিতে পথ দুর্ঘটনায় মারা যান শোভা এবং তাঁর দুই বোন মিতা বর্মন এবং গীতা রায়৷ গুরুতর জখম লক্ষ্মী হালদার এবং কাকলি রায়৷ তাঁরা হাসপাতালে ভরতি৷জানা গিয়েছে, তাঁরা একটি ছোট চার চাকার গাড়িতে ঘুরতে বেরিয়েছিলেন৷ কিভাবে তাঁদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ল তা এখনও স্পষ্ট নয়৷ দুর্ঘটনায় শোভা বিশ্বাস, গীতা রায়, মিতা বর্মনের মৃত্যু হয়৷ আরও দুই বোন লক্ষ্মী হালদার ও কাকলি বিশ্বাস ওই কেরলেই স্থানীয় টিডি মেডিক্যাল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গিয়েছে৷ অতি দ্রুত মৃতদেহ ফেরানোর জন্য প্রশাসনের কাছে আবেদন করেছে পরিবারের সদস্যরা৷