কলকাতা

কোর কমিটির বৈঠকে বিশেষ বার্তা মমতার

কলকাতাঃ সংগঠনের দিকে আরও নজর দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুলে আনতে শুরু করেছেন একের পর এক নতুন মুখ। দলের রাশ এবার নিজের হাতে নিলেন তৃণমূল সুপ্রিমো। ৭ জুন থেকে কর্মী সম্মেলন শুরু হবে। সংগঠনের দায়িত্ব বাড়তে চলেছে মহুয়া মৈত্র, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো নেতাদের। তাঁরাই নতুন করে তরুণ মুখকে আরও দলমুখি করবেন, এমনটাই মনে করছেন দলনেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় আগেও বলেছিলেন, এবার দলের সাংগঠনিক দিকে আরও মন দেবেন তিনি। সেই হিসাবেই আজ কোর কমিটির বৈঠক ডেকেছিলেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন সকলেই। দলীয় স্তরে বেশ কয়েকটি রদবদলও করলেন মমতা।  মালদা জেলার দায়িত্ব শুভেন্দু অধিকারির হাত থেকে নিয়ে দেওয়া হল সাধন পাণ্ডে ও গোলাম রব্বানির উপর। হুগলি জেলায় ফল ভাল হয়নি, সেই কথা মাথায় রেখে আগাম ৭ জুন বুথস্তরের কর্মীদের নিয়ে বৈঠকের কথা ঘোষণা করেন মমতা। পাশাপাশি, নদীয়া জেলার দায়িত্ব পার্থ চ্যাটার্জির হাত থেকে নিয়ে এদিন রাজীব বন্দ্যোপাধ্যায়ের হাতে দেওয়া হয়। শুভেন্দু অধিকারীকে এই সাংগঠনিক দায়িত্ব থেকে কিছুটা ছাড় দেওয়া হলেও তাঁকে মন্ত্রীসভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে বলে খবর পাওয়া গিয়েছে। নৈহাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ছাত্রযুবদের নিয়ে জয়হিন্দ বাহিনী গঠন করার কথা। আজ সেই সংগঠন তৈরির দায়িত্ব তিনি দিলেন ব্রাত্য বসু ও ইন্দ্রনীল সেনের উপর। এছাড়া, মহিলাদের নিয়ে তৈরি বঙ্গজননী বাহিনী তৈরির দায়িত্ব দেওয়া হয় কাকলি ঘোষদস্তিদারের উপর। তাঁদের হাতেই এই দুই সংগঠন নতুন করে তৈরির কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও, এদিন উত্তরবঙ্গের ফলাফল নিয়ে অরুপ বিশ্বাসকে নানা প্রশ্ন করেন দলনেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় একথাও বলেন যে, এখনও রাজ্যের বেশিরভাগ বিধানসভা আসনে তাঁরা জিতে রয়েছেন। তাই এখনই ভয়ের কিছু নেই, বরং এখান থেকে ঘুরে দাঁড়ানোর ষোল আনা সুযোগ দলের আছে। সেটা হবে সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি করলেই। লোকসভা ভোটে ইভএম কারচুপি নিয়েও এদিন প্রশ্ন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, অমিত শাহ ঠিক যেমন যেমন বলেছিলেন, ফল ঠিক তেমন তেমন হয়েছে। কী করে এত নিশ্চিত হয়ে আগে থেকে সমস্ত ফল আন্দাজ করে ফেললেন অমিত, প্রশ্ন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এবারের ভোটে অনেক তৃণমূলের ভোটার লিস্টে নাম না থাকার জন্য ভোট দিতে পারেননি। তাই ভোটার তালিকা সংশোধনের ব্যপারেও বুথ স্তরের কর্মীদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। একনজরে দেখে নেওয়া যাক তৃণমূলে সাংগঠনিক রদবদলগুলি –
• মালদার দায়িত্ব থেকে শুভেন্দু অধিকারীকে অব্যাহতি
• মালদার অবর্জারভার সাধন পান্ডে ও গোলাম রব্বানি
• নদিয়া জেলার দায়িত্বে রাজীব বন্দ্যোপাধ্যায়
• আগে এই জেলা দেখতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়
• উত্তর থেকে দক্ষিণ সব জেলার নজরদারিতে শুভেন্দু অধিকারী
• সংখ্যালঘু সেলের দায়িত্বে সিদ্দিকুল্লা চৌধুরী
• বঙ্গজননী গঠনের দায়িত্বে কাকলি ঘোষদস্তিদার
• জয়হিন্দ বাহিনীর প্রেসিডেন্ট কার্তিক বন্দ্যোপাধ্যায়, চেয়ারম্যান ব্রাত্য বসু, ভাইস চেয়ারম্যান ইন্দ্রনীল সেন
• কমিটিতে নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়  ‌‌