দেশ

গরু পাচারের অভিযোগে দড়ি দিয়ে বেঁধে, কান ধরে হাঁটু মুড়ে বসিয়ে বেধড়ক মার ২৪ জনকে

মধ্যপ্রদেশঃ ফের গোরক্ষাবাহিনীর তাণ্ডব। হত্যার জন্য গরু নিয়ে যাওয়ার অভিযোগে মারধর করে দড়ি বেঁধে হাঁটু মুড়ে বসিয়ে জোর করে ‘‌গোমাতা কি জয়’‌ বলতে বাধ্য করানো হল ২৪ জনকে। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার খালোয়া থানা এলাকার সভলিকেড়া গ্রামে। ওই ২৪ জনের মধ্যে ছয়জন মুসলিম ধর্মাবলম্বী। অভিযোগ গরু, মহিষ সহ বেশ কিছু গবাদি পশু নিয়ে যাওয়ার সময় সভলিকোড়া গ্রামে দলটির পথ আটকায় কমপক্ষে ১০০ জন গোরক্ষক। গোরক্ষকরা দাবি করে ওই দলটি ২০টি গরু নিয়ে যাচ্ছিল হত্যার জন্য। প্রথমে গ্রামের রাস্তা ধরে মিছিল করে নিয়ে গিয়ে তাঁদের মারধর করা হয়। তারপর গ্রামবাসীদের উপচে পড়া ভিড়ের সামনেই দড়ি দিয়ে ২৪ জনের হাত বেঁধে হাঁটু মুড়ে বসিয়ে কান ধরে ‘‌গোমাতা কি জয়’‌ বলতে বাধ্য করায় গোরক্ষকরা। পুরো ঘটনাটি মোবাইল ফোনে তুলে আপলোড করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফুটেজে দেখা যাচ্ছে শার্ট পরা এক ব্যক্তি ২৪ জনের মুখ ভালোভাবে তুলতে তাঁদের কাছে গিয়ে ছবি তুলছে এবং আরও দুই ব্যক্তি তাঁদের পাহারা দিচ্ছে।