‘এত পুলিস থাকা সত্ত্বেও কোথা থেকে কীভাবে ওই যুবক এসে গেল এবং বন্দুক বের করে গুলি চালাল তা তাঁদের কাছে ধোঁয়াশা’
ফের একবার অশান্ত হয়ে উঠল দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের পদযাত্রায় গুলি চালানোর অভিযোগ উঠল এক বন্দুকবাজের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে। সিএএ বিরোধী পদযাত্রা শুরু হওয়ার আগেই গুলি চালায় এক বন্দুকবাজ। জামিয়া থেকে দিল্লির রাজঘাট অবধি পদযাত্রার পরিকল্পনা ছিল পড়ুয়াদের। গুলি চালানোর ঘটনায় এক পড়ুয়া আহত হয়েছেন। তাঁর হাতে গুলির আঘাত লাগে। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিত্সকরা জানিয়েছেন, আপাতত ওই পড়ুয়া বিপদ্মুক্ত।
ঘটনার প্রেক্ষিতে দিল্লি পুলিশের ডিসিপি সাউথ ইস্ট চিন্ময় বিসোয়াল বলেছেন, ‘গোটা ঘটনার তদন্ত চলছে। কী উদ্দেশ্যে গুলি চালানো হল তা এখনও অপরিস্কার। ঘটনার পরেই অবশ্য বন্দুকবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় মানুষরা জানিয়েছেন ইসলামি উগ্রপন্থী সংগঠনের জঙ্গিরা ইউরোপের বিভিন্ন দেশে একক হামলার সময় যেমন ‘আল্লাহ আকবর’ ধ্বনি তুলত। তেমনই এই জঙ্গির মুখেও স্লোগান উঠেছিল, ‘ইয়ে লো আজাদি।’
স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে তাহলে কী আন্দোলন ঠাণ্ডা করতে না পেরে অস্ত্রের সাহায্য নিচ্ছে ছাত্র আন্দোলন বিরোধীরা। না হলে কখনও শাহিনবাগে, কখনও জামিয়ায় এভাবে কেন বন্দুক হাতে হাজির হয়ে যাচ্ছে জঙ্গিরা। তাঁদের বক্তব্য এত পুলিস থাকা সত্ত্বেও কোথা থেকে কীভাবে ওই যুবক এসে গেল এবং বন্দুক বের করে গুলি চালাল তা তাঁদের কাছে ধোঁয়াশা। দেখুন সেই ভিডিও –