খেলা

গোলাপি বলের টেস্টে ইনিংসে জয় টিম ইন্ডিয়ার

গোলাপি বলের দিন-রাতের টেস্টে নজির গড়ল ভারত। গোলাপি বলের টেস্টে ইনিংসে জিতল ভারত ৷ বাংলাদেশকে হারাল এক ইনিংস ও ৪৬রানে ৷ ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিলেন উমেশ যাদব ৷ আর ৪টি উইকেট পেয়েছেন ইশান্ত শর্মা ৷ হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য আজ আর ব্যাট হাতে নামতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যান মাহমুদুল্লাহ ৷ দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে ম্যাচের সেরা হলেন ইশান্ত শর্মা ৷ সিরিজের সেরাও হলেন ৷ টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক আমিনুল হক ৷ ভারতীয় জোরে বোলারদের দাপটে প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে অল আউট হয়ে যায় তারা ৷ ইশান্ত শর্মা নেন ৫ উইকেট ৷ উমেশ যাদব তিনটি এবং মহম্মদ শামি দুটি উইকেট নেন ৷ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতে দুই ওপেনারকে হারায় ভারত ৷ এরপর দলের হাল ধরেন চেতেশ্বর পূজারা এবং অধিনায়ক বিরাট কোহলি ৷ ব্যক্তিগত ৫৫ রানে আউট হন পূজারা ৷ বিরাট কোহলি করেন ১৩৬ রান ৷ সহ অধিনায়ক অজিঙ্কা রাহানে করেন ৫১ রান ৷ নয় উইকেটে ৩৪৭ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে ভারত ৷ গতকাল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতে একের পর এক উইকেট হারায় বাংলাদেশ ৷ একসময় ১৩ রানে তাদের চার উইকেট পড়ে যায় ৷ এরপর দলের হাল ধরেন মাহমুদুল্লাহ এবং মুশফিকুর রহিম ৷ দিনের খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান মাহমুদুল্লাহ ৷ গতকাল দিনের শেষে ৬ উইকেট হারায় বাংলাদেশ ৷ আজ খেলা শুরুর পর দ্বিতীয় ওভার বল করতে এসে এবাদত হোসেনকে আউট করেন উমেশ ৷ এরপর মুশফিকুর রহিম এবং আল আমিন হোসেনও আউট হন তাঁর বলে ৷ সবমিলিয়ে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেন উমেশ ৷