দেশ

‘গোলি মারো শালোঁ কো’, বিজেপি সাংসদের বিতর্কিত মন্তব্যে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন

নয়াদিল্লিঃ নির্বাচন কমিশন নোটিশ পাঠাল বিজেপি সাংসদকে। নয়াদিল্লিতে বিজেপির একটি সমাবেশে তিনি ‘দেশ কি গদ্দারো কো গোলি মারো শালোঁ কো’ মন্তব্য করে বিতর্কে জড়ান বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরকে । তাঁর ওই বিতর্কিত মন্তব্যের জন্যই তিনি শো-কজ নোটিশ পেলেন। নির্বাচন কমিশন পুলিশকেও ব্যবস্থা নিতে বলেছিলেন বিজেপি সাংসদের বিরুদ্ধে। আর এক বিজেপি সাংসদ পরবেশ ভার্মাও ইসির নোটিশ পেতে পারেন। তিনি মঙ্গলবার বিত্কিত মন্তব্য করেছেন। তিনি বলেছিলেন, শাহিনবাগের বিক্ষোভকারীরা ঘরে ঘরে প্রবেশ করতে পারে এবং আমাদের বোন ও কন্যাকে ধর্ষণ করতে পারে। তাই বুধবার ইসির কাছ থেকে তাঁরও নোটিশ পাওয়ার সম্ভাবনা রয়েছে। দিল্লির কমিশন অফ চিফ ইলেক্টোরাল অফিস থেকে একটি চিঠি দিয়ে অনুরাগ ঠাকুরকে জানানো হয়েছে, আপনি ‘দেশ কি গদ্দারো কো’ উচ্চারণ করার পরে বলেছে ‘গোলি মারো সালো কো’। ২০২০ সালের ২৭ জানুয়ারি দিল্লিতে এক জনসভায় বক্তৃতা দেওয়ার সময় অনেকবার আপনি এমন ধরনের আপত্তিজনক বক্তব্যও দিয়েছিলেন। সেই কারণেই ইসির এই নোটিশ।