মালদা

গ্রেপ্তার পঞ্চায়েত প্রাক্তন প্রধান, সরকারি অর্থ তছরুপের অভিযোগে

হক জাফর ইমাম, মালদাঃ গ্রেপ্তার পঞ্চায়েত প্রাক্তন প্রধান, সরকারি অর্থ তছরুপের অভিযোগে। ২০১৭ সালে রতুয়া-১ ব্লকের মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের তৎকালীন কংগ্রেসের প্রধান সুকেশ যাদবের বিরুদ্ধে ১০০ দিন কাজের বিভিন্ন প্রকল্পের প্রায় এক কোটি টাকা সরকারি অর্থ তছরুপের অভিযোগ ওঠে, রতুয়া-১ ব্লকের তৎকালীন বি.ডি.ও অর্জুন পাল ০৬/১১/২০১৭ রতুয়া থানায় প্রধানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগের পর শুরু হয় তদন্ত এর মাঝে কেটে যায় কয়েকটি বছর মামলা হওয়ার পর অভিযুক্ত প্রধান তৃণমূলে যোগদান করেন কিন্তু আর শেষ রক্ষা হল না। মঙ্গলবার গভীর রাতে অভিযুক্ত প্রাক্তন প্রধান সুকেশ যাদবকে পুলিশ তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায় তার বিরুদ্ধে আই.পি.সি ৪০৬/৪০৯/৪২০/৫০৬/১২০B মামলা রুজু করা হয়েছে এর মধ্যে জামিন অযোগ্য ধারাও রয়েছে মঙ্গলবার অভিযুক্তকে ১০ দিনের পুলিশি হেফাজত চেয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। তবে আদালতে নিয়ে যাওয়ার পথে অভিযুক্ত প্রধান সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করে বলেন তিনি রাজনীতির শিকার হয়েছেন তাঁকে ব্যক্তিগতভাবে ফাঁসানো হয়েছে প্রধান একা কিছু করতে পারে না এর সাথে যুক্ত আছে গ্রাম পঞ্চায়েতের সমস্ত আধিকারিক এন এস, এক্সিকিউটিভ, এস টি পি, জি আর এস, ঠিকাদার সহ আরো অনেকে।এই প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি মৌসুম নূর জানান ইতিমধ্যে দলের পর্যবেক্ষক’ দের নিয়ে প্রশাসনিক বৈঠক হয়েছে এবং সেখানে প্রাক্তন প্রধান সুকেশ যাদবের বিরুদ্ধে অভিযোগ ওঠে তার বিরুদ্ধে মামলা ছিল তাই তাকে পুলিশ গ্রেপ্তার করেছে।তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যারা দুর্নীতির সাথে যুক্ত আছে সে তৃণমূল হোক বা অন্য কোন দল হোক না কেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এখন মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ পাশাপাশি এরকম আরো অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।