কলকাতা

ঘূর্ণিঝড় বুলবুলের মোকাবিলায় প্রস্তুত রাজ্য, বিকেল থেকে নবান্নের কন্ট্রোলরুমে স্বয়ং মুখ্যমন্ত্রী

জ্যোর্তিময় দত্ত, কলকাতাঃ ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় নবান্নে খোলা হয়েছে কন্ট্রোলরুম। আর সেই কন্ট্রোলরুমের মাধ্যমে বিকেল থেকেই পরিস্থিতির উপর নজর রাখছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। দফায় দফায় আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন তিনি। মুখ্যমন্ত্রী সবাইকে নিরাপদে থাকার পরামর্শ দেন। অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই সেই বার্তাও দেন। তিনি এও বলেন, প্রশাসন ২৪ ঘণ্টা বিষয়টির ওপর নজরদারি চালাচ্ছে।

সন্ধের পর এর দাপট আরও বাড়বে। শেষ উপগ্রহ চিত্রের পর্যবেক্ষণ বলছে, এই মুহূর্তে সাগরদ্বীপ থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থান করছে অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বুলবুল। কলকাতা থেকে ঘূর্ণিঝড় বুলবুল-এর অবস্থান ১৮০ কিলোমিটার দূরে। সন্ধ্যা ৮ থেকে রাত ১১টার মধ্যে সাগরদ্বীপ ও খেমুপোড়ার মধ্যে আছড়ে পড়বে অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বুলবুল। পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যা ৬টার পর থেকে উপকূলে হাওয়ার দাপট বাড়বে।