নয়াদিল্লিঃ চাকুরীজীবীদের জন্য খারাপ খবর। বছরের শুরুতেই ইপিএফ–এ সুদের হার কমল। ৮.৬৫ শতাংশ থেকে সুদের হার কমে হল ৮.৫০ শতাংশ। এর ফলে বিপাকে পড়বেন দেশের প্রায় ৬ কোটি চাকুরীজীবী মানুষ। ২০১৯–২০২০ আর্থিক বছরের জন্য এই সুদের হার ধার্য করা হয়েছে। যা কিনা ২০১৮–২০১৯ আর্থিক বছরে ছিল ৮.৬৫ শতাংশ। বৃহস্পতিবার কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার একথা জানিয়েছেন। এদিন নয়াদিল্লিতে বৈঠকের পর উপস্থিত সাংবাদিকদের কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বলেন, ‘সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্টিজ–এর বৈঠকের পর ঠিক হয়েছে ইপিএফ–এ ২০১৯–২০ আর্থিক বর্ষের জন্য সুদের হার কমানো হবে। নতুন সুদের হার হবে ৮.৫০ শতাংশ।’ এরপর কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সম্মতি পেলেই এই নিয়ম কার্যকর হবে।