জেলা দেশ

‘চিঁড়ে খেতে দেখেই বাংলাদেশি বলে চিহ্নিত করা যায়’, অদ্ভুত তত্ত্ব কৈলাস বিজয়বর্গীয়-র

পোশাক দেখে হামলাকারী চিহ্নিত করার মতই ফের বিতর্কে বিজেপি নেতৃত্ব। এবার খাবার মেনু দেখেই বাংলাদেশিদের চিহ্নিত করার মত ‘অদ্ভুত তত্ত্ব’ সামনে এল। সৌজন্যে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবক্ষেক তথা বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। গতকাল মধ্যপ্রদেশের ইন্দোরে এক সেমিনারে তিনি জানিয়েছেন, তাঁর বাড়িতে সম্প্রতি কিছু নির্মাণের কাজ হয়। যেসব শ্রমিক এসেছিলেন সেই কাজ করতে, তাঁদের মধ্যে ছিলেন কিছু বাংলাদেশি। এখন প্রশ্ন হল কীভাবে চিনলেন তিনি বাংলাদেশিদের? ওই শ্রমিকদের খাদ্যাভ্যাসই নাকি প্রমাণ করে তাঁরা বাংলাদেশি। তাঁর মতে, ওঁদের ‘খাওয়াদাওয়া’ খুব “অদ্ভুত”। কারণ তাঁরা ‘স্রেফ চিঁড়ে ( যাকে হিন্দিতে ‘পোহা’ বলা হচ্ছে) খাচ্ছিল’। তাঁর এই বক্তব্য প্রকাশের পরপরই শোরগোল পরে গিয়েছে বাংলা সহ গোটা দেশে।