চিনে প্রতিনিয়ত রহস্যজনক ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। গত দুই দিনে দেশটিতে নতুন করে আরও ১৩৯ জন আক্রান্ত হয়েছে। এনিয়ে নতুন এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় ২ হাজারে ছাড়ালো। চিনের উহান শহরে ডিসেম্বরে প্রথম এই ভাইরাসের আবির্ভাব ঘটে। পরবর্তীতে এই ভাইরাসে দেশটির বিভিন্ন শহরের মানুষের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এই ভাইরাসে এখন পর্যন্ত ৩ জনের মারা গেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়া এই ভাইরাসে ইতিমধ্যে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও জাপানে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। রহস্যজনক এই ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ভাইরাসটি ভাইরাল নিউমোনিয়া হওয়ার অনেকগুলো সম্ভাব্য উপসর্গ রয়েছে। এই উপসর্গগুলো সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোমের ভাইরাসের তুলনায় এই ভাইরাসেই বেশি দেখা যায়।