ছত্তিশগড়ঃ ছত্তিশগড়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম হল ৪ মাওবাদী। মৃতদের মধ্যে তিনজন মহিলাও আছে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের ধামতারি জেলায়। জঙ্গলে লুকিয়ে থাকা বাকি মাওবাদীদের সন্ধানে এখনও চলছে তল্লাশি। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে ধামতারি জেলার খাল্লারি এলাকার জঙ্গলে কয়েকজন মাওবাদী লুকিয়ে আছে বলে খবর আসে। এরপরই সেখানে গিয়ে তল্লাশি শুরু করেন স্পেশাল টাস্ক ফোর্সের সদস্যরা। শনিবার ভোররাতে খাল্লারি ও মেছকা গ্রামের মাঝামাঝি এলাকার জঙ্গলে তল্লাশি চালানোর সময় গুলি ছোঁড়ে মাওবাদী। পালটা জবাব দেন জওয়ানরাও। এর জেরে তিন মহিলা-সহ ৪ মাওবাদীর মৃত্যু হয়েছে।
ফাইল চিত্র।